সবিতা ভাবি এবার চলচ্চিত্রে!
ঢাকা জার্নাল: কার্টুনের রুপ এবার পূর্ণ অ্যানিমেশন চলচ্চিত্রে নাম লেখাতে যাচ্ছেন প্রাপ্তবয়স্কদের জন্য ভারতের একমাত্র পর্ণ চরিত্র সবিতা ভাবি। আগামী মাসের ৪ তারিখেই মুক্তি পাচ্ছে তাকে নিয়ে তৈরি করা প্রথম পূর্ণদৈর্ঘ্যের অ্যানিমেশন ছবিটি। তবে তা দেখা যাবে কেবল সবিতা ভাবি মুভির নিজস্ব ওয়েবসাইটে।
ইতিমধ্যেই সবিতা ভাবিকে নিয়ে তৈরি অ্যানিমেশন ছবিটি ভারতে প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম অ্যানিমেশন চলচ্চিত্রের আখ্যা পেয়েছে।
এরইমধ্যে ছবিটির একটি প্রোমো মুক্তি পেয়েছে। যা দর্শকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এদিকে ভারতে একের পর এক ঘটে চলা ধর্ষণের ঘটনার মধ্যে সবিতা ভাবির মতো পর্ন কার্টুন চরিত্রকে পূর্ণদৈর্ঘ্যে রূপ দিয়ে মুক্তি দেয়ার জন্য এর কড়া সমালোচনা করেছে দেশটির সুধিমহল। এই ধরনের অ্যানিমেশন ছবি পরিস্থিতিতে আরো খারাপ করবে বলে মনে করছেন তারা।
উল্লেখ্য, ২০০৮ সালে ভারতীয় দর্শকরা প্রথম দর্শন পায় সবিতা ভাবির। সিরিজটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন দেশমুখ। স্বামীর নিষেধকে অগ্রাহ্য করে নিজের সেক্স আপিল দিয়ে বিভিন্ন কৌশলে অপরাধীদের শায়েস্তা করে এক শ্রেণীর দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন সবিতা ভাবি।
সূত্র:বিএম২৪