সঞ্জয়ের কারাবাসে ‘ক্ষতি’ ২৫০ কোটি
ঢাকা জার্নাল: সঞ্জয়কে ‘জেলে’ পাঠানোটা কি একেবারেই অপ্রত্যাশিত ছিল? তা হয়তো নয় তবু ধাক্কা খেল বলিউড। বিশাল এক ধাক্কা। মোটামুটি ২৫০ কোটি টাকার ধাক্কা, বলছেন মুম্বাইয়ের চলচ্চিত্র শিল্পের লোকেরা। এই মুহূর্তে পিকে, পুলিশগিরি ও জঞ্জির –এর মত বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করছিলেন সঞ্জুবাবা।
জনপ্রিয় মুন্নাভাই চলচ্চিত্রের তৃতীয় ছবিটিও খুব তাড়াতাড়ি শুরু করার কথা। সঞ্জয় জেলে গেলে সব আটকে যাবে। আটকে যাবে ২৫০ কোটি টাকা। এ নিয়ে মোটামুটি ভাবনায় পড়ে গেছেন বলউডি পরিচালক এবং প্রযোজকেরা।
প্রয়োজক পরিচালকরা এখন ঘোর সংকটে। শীর্ষ আদালত সঞ্জয়ের ব্যাপারে নরম মনোভাব নেবেন সবাই এমনটাই আশা করেছিলেন। বিরাট আর্থিক ক্ষতির আশঙ্কায় এখন তাই পরিচালক-প্রয়োজকরা সঞ্জয়ের এমন জেলবাসকে অন্যায্য বলে দাবি করছেন।
পরিচালক করন জোহর বলছেন, “সঞ্জয়ের মতো মানুষ হয় না। ওর এমন সাজা প্রাপ্য নয়।”
অভিনেতা আরশাদ ওয়ার্সি বলছেন, “আমি বোধশক্তি হারিয়ে ফেলছি, কি বলবো? সঞ্জয় দত্ত মোটেই ক্রিমিনাল নন। এটা হয়তো একটা ভুল সিদ্ধান্তই নেয়া হলো।”