সচিবালয় প্রায় পৌনে এক ঘণ্টা বিদ্যুৎবিহীন
ঢাকা জার্নাল: প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয় প্রায় পৌনে এক ঘণ্টা চিল বিদ্যুৎবিহীন।
সোমবার সকাল সোয়া ৮ টা থেকে সকাল ৯ টা ১০ মিনিট পর্যন্ত সচিবালয়ের কোন ভবনেই বিদ্যুৎ ছিল না। সকাল ৯টা ১০ মিনিটের পরে জনপ্রশান মন্ত্রণালয়ে ১ ও ২ নম্বর ভবনে বিদ্যুৎ সংযোগ পায়।
এর কয়েক মিনিটের মাথায় সব ভবনেই বদ্যুৎ সংযোগ পায়।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের কারণে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা খুব সকাল থেকেউ উপস্থিত ছিলেন। গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা সচিবালয়ের বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করেন।
বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয় ডিপিডিসির ফল্টের কারণে এ অবস্থার সৃষ্টি হয়।
গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানান, সিসি ক্যামেরাসহ সচিবালয়ের নিরাপত্তা মনিটরিংয়ের জন্য বিদ্যুৎ জরুরী। সকাল থেকে বিদ্যুৎ না থাকায় তারা বাড়তি নিরাপত্তায় সতর্ক ছিলেন।
ঢাকা জার্নাল, এপ্রিল ২৯, ২০১৩