২৯ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচন
ঢাকা জার্নাল: রাষ্ট্রপতি নির্বাচনের তফশীল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ।
মঙ্গলবার নির্বাচন কমিশনে এক বৈঠক শেষে কমিশনারদের আলোচনার পর এ তিনি ঘোষণা দেন।
ঘোষিত তফশীল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ এপ্রিল, বাছাই ২২ এপ্রিল এবং ২৪ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
শনিবার ভারপ্রাপ্ত স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর সঙ্গে সিইসি বৈঠক করেন।
রাষ্ট্রপতি নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সিইসি। সংসদ অধিবেশন চলাকালীন সেদিন কাজী রকিবের সভাপতিত্বে ভোটগ্রহণ করা হবে। তিনি বসবেন স্পিকারের আসনে।
গত ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যু হয়। এরপর থেকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকারের নাম শোনা গেছে।
ঢাকা জার্নাল, এপ্রিল ৯, ২০১৩