সংসদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো এমপি আনারের নাম
ঢাকা জার্নাল রিপোর্ট:
ভারতের পশ্চিমবঙ্গে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নাম ও তথ্য জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে।
সোমবার (২৭ মে) বেলা ৩টার দিকে ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, ঝিনাইদহের তিনটি আসনের (ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২ ও ঝিনাইদহ-৩) তথ্য রয়েছে। তবে সেখানে নেই ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের নাম।
এদিকে আনারের মৃত্যুতে সংসদের আসনটি শূন্য ঘোষণা করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে তদন্তের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। মৃত্যুর আইনানুগ ঘোষণা আসতে হবে। ফলে ঝিনাইদহ-৪ আসনটি শূন্য ঘোষণা করা অনেকটা সময়সাপেক্ষ।
সংসদ সদস্য মারা গেলে বা অনুমতি ছাড়া ৯০ কার্যদিবস সংসদের বৈঠকে অনুপস্থিত থাকলে পদ শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশনকে জানায় সংসদ। নির্বাচন কমিশন ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করে।
সাধারণত কোনো সংসদ সদস্যের মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই আসন শূন্য ঘোষণা করা হয়। সংসদ সদস্য মারা গেলে স্পিকার শোকপ্রস্তাব গ্রহণ করেন। সংসদের অধিবেশন চলাকালে কেউ মারা গেলে ওই দিনের জন্য অধিবেশন মুলতবি করার নিয়ম রয়েছে।
আজিমের সংসদীয় আসন শূন্য ঘোষণার বিষয়ে গণমাধ্যমকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, এ বিষয়ে আমরা এখনই কোনো সিদ্ধান্ত নেব না। আমরা আরও অপেক্ষা করব। কারণ এ ঘটনা খুবই ব্যতিক্রমধর্মী। আমাদের সামনে কোনো নজির নেই। কার্যপ্রণালি বিধিতেও এ বিষয়ে কোনো নির্দেশনা নেই।
আজীমের আসন শূন্য ঘোষণার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া যায়– তা নিয়ে চিন্তাভাবনা চলছে, আলোচনা চলছে। আগামী ৫ জুন সংসদ অধিবেশনের আগে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক হবে, সেখানে আলোচনা করবেন বলেও জানান স্পিকার। ওই বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। বাজেট অধিবেশন শুরুর আগেই বিষয়টি স্পষ্ট হওয়া যাবে বলেও আশা করেন স্পিকার।