শ্রদ্ধা আর ভালোবাসায় ভাসানীকে স্মরণ
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। টাঙ্গাইলে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি পালন করছে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সকাল থেকেই সন্তোষে মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গনে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের ঢল নামে।
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পন করেন। এরপর ভাসানীর পরিবার পক্ষ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাজারে পুস্পস্তবক অর্পন ও দোয়া করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদি দল- বিএনপির পক্ষে কেন্দ্রিয় নেতৃবৃন্দ মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পন করেন। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেন, মওলানা ভাসানী বৃটিশ শাসন থেকে শুরু করে বাংলাদেশের গনতান্ত্রিক আন্দোলনে শাসকগোষ্ঠির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা পারন করেছেন। বর্তমান কর্তৃত্ববাদী রাজনৈতিক শাসন ব্যবস্থায় আজ ভাসানী বেঁচে থাকলে খামোশ বলে প্রতিবাদ করতেন। অন্যান্য কর্মসুচির মধ্যে কোরআন তেলাওয়াত, গরীব-দুঃখিদের মাঝে রান্না করা খাবার বিতরণ ও আলোকচিত্র প্রদর্শনী এবং ভাসানী মেলার আয়োজন করা হয় মাজার প্রাঙ্গনে।