বিনোদন

শেষের দৃশ্যে মম

shesher-drishsho-bg20130314060615শোবিজ অঙ্গনে লম্বা পথ পাড়ি দিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সম্প্রতি মাসুম আশরাফের রচনা ও মেহেদী হাসান জনি ও রিয়াজের পরিচালনায় ‘শেষের দৃশ্য’ নাটকে অভিনয় করেছেন মম। এ নাটকে নীলিমা চরিত্রে দেখা যাবে মমকে।

নাটকটির গল্পে দেখা যায়, নীলিমা ও তমালের সুখের সংসার। বাসায় সারাক্ষণ বসে থেকে নীলিমার সময় কাটে না। তাই সে চাকুরী করতে চায়। তমাল তাতে সমর্থন দেয় না। তবে নীলিমার পীড়াপীড়িতে এক পর্যায়ে রাজী হয়। চাকুরী করতে গিয়ে নীলিমার পরিচয় হয় ফাহিমের সাথে। একসময় তারা দু’জন বেশ ভাল বন্ধু হয়ে যায়। তমালের অনুপস্থিতিতে তাদের সম্পর্ক অন্যদিকে মোড় নিতে থাকে। এদিকে, ফেসবুক বন্ধু হাসিব ঘটায় অন্য আরেক ঘটনা।
নানামূখী সম্পর্কের সংঘাত নিয়ে অভিনেত্রী মমর শেষ দৃশ্যে কি ঘটবে তাই দেখা যাবে এ নাটকে।
এ নাটকে আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, উৎপল, সুমিত সেনগুপ্ত প্রমূখ। ‘শেষের দৃশ্য’ নাটকটি শুক্রবার রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ।

মার্চ ১৫, ২১০৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.