শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে আবু সাঈদের পরিবারের মামলা
ঢাকা জার্নাল রিপোর্ট
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবার। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে।
রোববার সকালে রংপুর আদালতে নিহত আবু সাঈদের বড় ভাই এ মামলা করেন।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ১৬ জুলাই পুলিশের গুলিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ (২২) নিহত হন। বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে নিহত হন তিনি। আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।