শিশু সামিউলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
ঢাকা জার্নাল : শিশু সামিউল আলম রাজনকে হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শিশু-কিশোর মেলা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনগুলো যৌথ উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।
সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক খালেকুজ্জামান লিপন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি জনার্দন দত্ত নান্টু, ঢাকা নগর শাখার সভাপতি রুখসানা আফরোজ আশা,মুক্তা বাড়ৈ। সমাবেশ পরিচালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়কারী ইমরান হাবিব রুমন।
সমাবেশে বক্তরা বলেন, মধ্যযুগীয় বর্বর কায়দায় এই হত্যাকাণ্ড সারাদেশের মানুষকে স্তব্ধ করেছে। আবার চলমান বিচারহীনতার সাংস্কৃতি সকলের মধ্যে হতাশাও তৈরি করেছে।
ঢাকা জার্নাল, জুলাই ১৪, ২০১৫।