শিবিরের হরতাল স্থগিত
ঢাকা জার্নাল: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও কয়েকটি পরীক্ষা থাকার কারণে রোববারের হরতাল স্থগিত করেছে ছাত্রশিবির। একইসঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে নিখোঁজ নেতাদের সন্ধান দাবি করেছে জামায়াতের অঙ্গসংগঠনটি।
শনিবার বিকেলে ছাত্রশিবিরের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মিজানুর রহমান বিষয়টি জানান।
তিনি জানান, আগামী ৭২ ঘণ্টার নিখোঁজ নেতাদের সন্ধান ও আটক নেতাদের মুক্তি না দিলে আবারো হরতাল দেওয়া হবে।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবারের মধ্যে কেন্দ্রীয় সভাপতির মুক্তি, সম্প্রতি নিখোঁজ হওয়ার দুই নেতাসহ সকল নেতার সন্ধান ও মুক্তির দাবিতে রোববার সারাদেশে হরতাল পালন করা হবে।
এছাড়াও শিবিরের একাধিক সূত্র এ হরতালের খবর নিশ্চিত করে।
জানা গেছে, গত সপ্তাহে কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগের হাতে নিহত শিবিরকর্মী আব্দুল আজিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা তাজাম্মুল আলী, আজিজুর রহমান, আব্দুস সালাম ও নুরুল আমিনকে আটক করে গুম করার অভিযোগ করে আসছে।
ঢাকা জার্নাল, জুন ২৯, ২০১৩।