বিনোদনস্পটলাইট

শিবিরের প্রশংসা করলেন বেবী নাজনীন

Baby-bg20130914081347ঢাকা জার্নাল: শিবিরের প্লাকার্ডগুলো ভালো হয়েছে, শিবিরকে অসংখ্য ধন্যবাদ।

এভাবেই শিবির প্রশংসায় পঞ্চমুখ জাসাসের সদস্য ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবী নাজনীন।

রোববার মঞ্চে গান গাইতে ওঠে প্রথমেই তিনি বলেন, সমাবেশে শিবিরের ব্যানার-ফেস্টুন দেখে ভালো লাগছে। শিবিরের ফেস্টুনগুলোই সবচেয়ে ভালো হয়েছে। আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

সঙ্গে সঙ্গে হাততালিও দেন তিনি।

এদিকে, বিএনপির এক সিনিয়র নেতা মঞ্চের পাশে বসে বাংলানিউজকে বলেন, কথা বলতে বলতে কোনো ব্যালান্স থাকে না এসব নেত্রীদের। নতুন রাজনীতিতে এলে এমনই হয়। এমন ঐতিহাসিক সমাবেশে এসে শিবিরের পক্ষে এ বক্তব্য তিনি কিভাবে দেন। তিনি আবার একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমরা তার কাছে এমন বক্তব্য আশা করিনি।

উল্লেখ্য, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন বেগবান করার লক্ষ্যে খুলনায় আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল ৪টায় মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে ১৮ দলের জনসমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

বিরোধী দলীয় নেতা হিসেবে খুলনায় এটি তার তৃতীয় সফর। এর আগে ২০১১ সালের ২৭ নভেম্বর রোডমার্চ নিয়ে তিনি খুলনায় আসেন এবং সার্কিট হাউজ মাঠে জনসভায় ভাষণ দেন।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ২৯, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.