শাহরুখকে ব্যঙ্গ করলেন আমির?
এ বার এক্কেবারে সরাসরি! কোনও রকম রাখ-ঢাক ছাড়াই শাহরুখকে ঠুকলেন আমির খান! না কি ঠিক তাও নয়? আসলে কি শাহরুখ খান আর ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’-কে শ্রদ্ধাই জানালেন আমির?
সামনেই আসছে শাহরুখ খানের জন্মদিন! আর, সেই উপলক্ষে এক বিজ্ঞাপনে বলিউডের বাদশাকে উদ্দেশ্য করে ছড়া কাটলেন আমির খান!
স্ন্যাপডিলের ‘দিওয়ালি দিল কি ডিলওয়ালি’ বিজ্ঞাপনগুলোতে তাঁর মুখে অনেক ছড়াই শোনা গিয়েছে! তার মধ্যেই একটায় এসেছে শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’-র ছোট্ট একটা শব্দ! ওই যে ইউরোপে রাজ সিমরনকে বলেছিল, ‘পলট’, সেই শব্দটাকেই এ বার শোনা গেল আমিরের গলায়!
বিজ্ঞাপনটায় ঠিক কী বলছেন আমির? সেখানে তাঁকে দেখা যাচ্ছে তিন-চারটে অল্প বয়স্ক ছেলের দলে! ঠিক যে রকম একটা দল ছিল শাহরুখের ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’-তে! তাদের মধ্যে রাজের মতোই ইয়ার্কির মেজাজে একটা মেয়েকে দেখে ছড়া কাটছেন আমির। বলছেন, “খড়ে রহে হম, উও পলটি নেহি! খড়ে রহে হম, উও পলটি নেহি! হমনে কহা পলট পলট পলট, উও পলটি নেহি! অ্যায়সা ভি কেয়া হ্যায় উনকে ফোন মে, কি শাহরুখ কি ইয়ে লাইন উনপে চলতি নেহি?”
শাহরুখের সংলাপ কি তা হলে ফ্লপ করল আমিরের গলায়?
এক বার নীচে ক্লিক করে বিজ্ঞাপনটা দেখুন তো! আপনাদের কী মনে হয়?