বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানের কয়েকটি সিটের নিচ থেকে এসব সোনা উদ্ধার করা হয় বলে ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. শহীদুজ্জামান সরকার জানান।তিনি বলেন, দুবাই থেকে আসা ইকে-৫৮৬ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের প্রিভেন্টিভ দলের সদস্যরা তাতে তল্লাশি চালান।
“বিমানের কয়েকটি সিটের নিচে সোনাগুলো পাওয়া যায়।”
এসব সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ কোটি টাকা বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।