শাহজাদপুরে শুরু হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পের কাজ
ঢাকা জার্নাল- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী নতুন প্রজন্মের তরুণদের রবীন্দ্রনাথের বই বেশি বেশি পড়ার প্রতি গুরুত্ব আরোপ করে বলেছেন, আসুন নিজস্ব অবস্থানে থেকে নিজেদের মেধা কাজে লাগিয়ে দেশের উন্নয়নের ধারা ও আইনের শাসন কায়েম করে বাংলাদেশকে বিশ্ব দরবারে উচ্চ আসনে তুলি ধরি। শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রীর ঘোষণা পুনরাবৃত্তি করে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের টিম ইতিমধ্যেই এই এলাকা পরিদর্শন করেছেন। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হবে। ‘অন্তর মম বিকশিত কর অন্তরতর হে’। এই স্লোগানে সকাল ১১টায় রবীন্দ্র কাচারীবাড়ি মিলনায়তনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তিন দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন ড. শিরীন শারমীন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই স্পিকারকে উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম এবং অভিনন্দনপত্র পাঠ ও প্রদান করেন প্রফেসর নাজিম উদ্দিন মালিথা। এরপর রবীন্দ্র অন্বেষা স্বরণিকা উন্মোচন করেন স্পিকার। পরে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী, সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদার, চয়ন ইসলাম, পুলিশ সুপার এসএম এমরান হোসেন, রবীন্দ্র সংগীত শিল্পী ও মহিলা আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরী, কলেজ অধ্যক্ষ মেরিনা জাহান, যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন ও ভাইস চেয়ারম্যান গোলাম মওলা আজম বক্তব্য দেন। পরে একই মঞ্চে সিরাজগঞ্জ ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে ৭ দিনব্যাপী রবীন্দ্র মেলা। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অর্থায়নে সিরাজগঞ্জ জেলা ও শাহজাদপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানে রবীন্দ্র ভক্ত, প্রথিতযশা রবীন্দ্র শিল্পী, কলাকুশলী, শিল্পী ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সমাগম ঘটেছে। এই মঞ্চে ৩ দিন অনুষ্ঠিত হবে কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, গান, নাটক, চিত্রাঙ্কন, গীতিনাট্য-কাব্যনাট্য ও আলোচনাসভাসহ নানা অনুষ্ঠান। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো শাহজাদপুর।