শনিবার ঈদ
ঢাকা জার্নাল: দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (১৮ জুলাই) পবিত্র ঈদুল ফিতর।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে হিজরি ১৪৩৬ সনের পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা করেন।
এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমানসহ ধর্ম মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্রের (স্পার্সো) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা জার্নাল, জুলাই ১৭, ২০১৫