শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি
ঢাকা জার্নাল ডেস্ক:
প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলীয় উপকূলের কাছে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ ভূ-কম্পন অনুভূত হয়। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার সকালে পাপুয়া নিউগিনির উত্তর উপকূলের কাছে ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি অনুভূত হয় বলে নিশ্চিত করে সংস্থাটি।
এর আগে গত মার্চ মাসে পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভয়াবহ সেই ভূমিকম্পে অন্তত পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া ধ্বংস হয়েছিল বহু ঘরবাড়ি।