আন্তর্জাতিক

লেবাননে জাতিসংঘের পর্যবেক্ষকদের গাড়িতে ইসরায়েলের হামলা

দক্ষিণ লেবাননে জাতিসংঘের পর্যবেক্ষকদের বহনকারী একটি গাড়িতে হামলা করেছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার (৩০ মার্চ) দেশটির সীমান্তবর্তী রামিশ শহরের বাইরে এই ঘটনা ঘটেছে। দুই নিরাপত্তা সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে হতাহতের বিষয়ে কিছু জানানো হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের (ইউএনআইএফআইএল) থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সংস্থাটি ব্লু লাইনে প্রযুক্তিগত পর্যবেক্ষকদের সঙ্গে কাজ করছে। ব্লু লাইন লেবানন ও ইসরায়েলের মধ্যবর্তী সীমান্তকে চিহ্নিত করে।