লন্ডনের বাসে দুই মুসলিম নারীকে বর্ণবিদ্বেষী আক্রমণ, গ্রেপ্তার ১
লন্ডনের একটি যাত্রীবাহী বাসে দুই মুসলিম নারীকে উদ্দেশ্য করে অপর এক সহযাত্রী নারীর বর্ণবাদী মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান খবরটি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানায়, ৩৬ বছর বয়সী ওই নারীকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। উত্তর লন্ডনের একটি পুলিশ স্টেশনের হেফাজতে তাকে রাখা হয়েছে। তবে তার নাম জানা যায়নি।
সম্প্রতি লন্ডনের একটি যাত্রীবাহী বাসে বসে থাকা দুই মুসলিম নারীকে উদ্দেশ্য করে গালাগালি শুরু করেন গ্রেপ্তার হওয়া নারী। তাদেরকে বলতে থাকেন, ‘তোমরা তোমাদের দেশে চলে যাও।’ এক পর্যায়ে এক নারীকে লাথি মারারও হুমকি দেন তিনি। সে নারী অন্তঃসত্ত্বা ছিলেন। তাকে বলতে থাকেন ‘তোমার পেটে লাথি মারব। যেন তোমার কখনো সন্তান না হতে পারে।’ ঘটনাটির ভিডিও ধারণ করেন এক যাত্রী। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ইসলামোফোবিয়াজনিত কারণে হামলার তথ্য সংগ্রহ করতে পুলিশ বাহিনীকে সরকারের তরফে নির্দেশ দেয়ার কয়েকদিনের মাথায় এমন ঘটনা ঘটল।