নির্দলীয় সরকারের দাবিতে টানা তিনদিনের হরতাল ঘোষণা
ঢাকা জার্নাল: আগামী ২৭ অক্টৈাবর থেকে ২৯ অক্টোবর টানা নিদিনের হরতাল আহবান করেছেন আঠারো দলীয় নেতা বেগম খালেদা জিয়া।
শুক্রবার সোরওয়ার্দী উদ্যানে আঠারো দলীয় জনসভায় এ ঘোষণা দেন তিনি।
টানা তিন দিনের হরতাল আহবান জানাতে গিয়ে খালেদা জিয়া বলেন, সময় আছে আজকের আর আর কালকের দিনটা। তাই নির্দলীয় সরকারের জন্য দ্রুত আলোচনা শুরু করুন।
প্রধানমন্ত্রীকে উদ্যেশ্য করে আঠারো দলীয় এৗক্যজোট প্রধান খালেদা জিয়া বলেন, আন্দোলনও চলবে, আলোচনাও চলবে।
নির্দলীয় সরকারের গঠনের জন্য যদি আলোচনায় না আসেন, তাহলে প্রাথমিক কর্মসূচি দিচ্ছি। প্রাথমিক কর্সূচি আমাকে দিতেই হচ্ছে।
প্রাথমিক কর্মসূচি ঘোষণা করে খালেদা জিয়া বলেন, আগামী ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত সারা দেশে হরতাল চলবে।
আগামী ২৭ অক্টৈাবর থেকে ২৯ অক্টোবর টানা নিদিনের হরতাল আহবান করেছেন আঠারো দলীয় নেতা বেগম খালেদা জিয়া।
শুক্রবার সোরওয়ার্দী উদ্যানে আঠারো দলীয় জনসভায় এ ঘোষণা দেন তিনি।
টানা তিন দিনের হরতাল আহবান জানাতে গিয়ে খালেদা জিয়া বলেন, সময় আছে আজকের আর আর কালকের দিনটা। তাই নির্দলীয় সরকারের জন্য দ্রুত আলোচনা শুরু করুন।
প্রধানমন্ত্রীকে উদ্যেশ্য করে আঠারো দলীয় এৗক্যজোট প্রধান খালেদা জিয়া বলেন, আন্দোলনও চলবে, আলোচনাও চলবে।
নির্দলীয় সরকারের গঠনের জন্য যদি আলোচনায় না আসেন, তাহলে প্রাথমিক কর্মসূচি দিচ্ছি। প্রাথমিক কর্সূচি আমাকে দিতেই হচ্ছে।
প্রাথমিক কর্মসূচি ঘোষণা করে খালেদা জিয়া বলেন, আগামী ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত সারা দেশে হরতাল চলবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়। মানুষ অনেক আগেই তাকে ছুড়ে ফেলেছে। নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। আর যদি না দেয়, বাড়াবাড়ি করলে ফল ভাল হবে না।
বার বার গণতন্ত্র ধ্বংস করেছেন আপনারা। অসাংবিধানিক সরকার এসেছে আপাদের কারণে। অবৈধ সরকার ডেকে এনেছেন আপনি। সোজা পথে চলেন। আমাদের সঙ্গে জনগণ আছে। ক্ষমতায় থাকতে পারবেন না। আর সময় আছে আজকের দিনটা আর কালকের দিনটা। আন্দোলনও চলবে, আলোচনাও চলবে। নির্দলীয় গরকার গঠনে দ্রুত আলোচনায় বসুন।
খালোদা জিয়া বলেন, ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করছি বলে জানিয়েছেন আঠারো দলীয় নেতা বেগম খালেদা জিয়া।
জনসমাবেশে খালেদা জিয়া অভিযোগ করে বলেন, আর আওয়ামী লীগ জনগণের সরকার নয়, আওয়ামী লীগের সরকার। তাদের কাছ থেকে জনগণের সেবা করার কথা।
কুইক রেন্টালের সমালোচনা করে তিনি বলেন, কিন্তু পাঁচ বছরে তাদের অর্জন হচ্ছে কুইক রেন্টাল। কুইক রেন্টাল মানে কুইক মানি।
খালেদা জিয়া অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে জোর করে নির্বাচন করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনার পাশাপাশি চার দলীয় জোট আমলের উন্নয়নের ফিরিশতিও তুলে ধরেন খালেদা জিয়া।
আওয়ামী লীগ দেশকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে চায় অভিযোগ করে খালেদা জিয়া বলেন, আমরা তা হতে দেবো না।
খালদা জিয়া বলেন, এই সরকারে ভরসা এখন সরকারের নয়। এই সরকারের ভরসা এখন র্যাব পুলিশ, বিজিবি।
২৭ অক্টোবর থেকে এই সরকার অবৈধ উল্লেখ করে আইন-শৃংখলা বাহিনীর উদ্দেশে খালেদা জিয়া বলেন, আপনার তাদের কথা শুনবেন না । গর্মেন্টস শিল্প ধ্বংস করছে।
ঢাকা জার্নাল, অক্টোবর ২৫, ২০১৩।