শিক্ষা-সংস্কৃতি

রোজায় দুই শিফটের স্কুলে ক্লাস চলবে যেভাবে

আপিল বিভাগের আদেশের পর আবার রমজানে স্কুল খোলা রাখার সময়সূচি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে আগামী ১৪ রমজান (২৫ মার্চ) পর্যন্ত। আর ১০ রমজান (২১ মার্চ) পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রেখে পাঠদান চালু রাখতে হবে।

অন্যদিকে পবিত্র রমজান মাসে ডাবল শিফট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রমের সময়সূচি পরিবর্তন বা সমন্বয় করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নির্দেশনা দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, গত সোমবার (১১ মার্চ) থেকে আগামী ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এরপর যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ডাবল শিফট চালু রয়েছে সেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা প্রভাতী ও দিবা শিফটে পাঠদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিজেদের সুবিধাজনক উপায়ে সময়সূচি নির্ধারণ বা সমন্বয় করতে পারবেন বলে নির্দেশনা দেওয়া হয়।

এদিকে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের নির্দেশনার বিষয়ে নতুন করে কোনও সিদ্ধান্ত হয়নি। ফলে আগের নির্দেশনা অনুযায়ী মাদ্রাসাগুলো পুরো রমজান মাস জুড়েই বন্ধ থাকবে।