অন্যান্য

রেমিটেন্স পাঠানো নারীদের হয়রানি কমাতে তদারকি প্রয়োজন

প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক নারী শ্রমিক জীবিকার তাগিদে বিভিন্ন দেশে যান। তবে প্রায়ই ভাগ্যের চাকা ঘোরাতে যাওয়া এসব শ্রমিকদের নানাভাবে হয়রানির মুখে পড়তে হয়। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসগুলোর কর্মকর্তাদের যথাযথ ভূমিকা দেখা যায় না। তবে প্রতি সপ্তাহে অন্তত একদিন দূতাবাসের কর্মকর্তারা নারী শ্রমিকদের খোঁজ নিলে তাদের হয়রানি কমবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘নারী অভিবাসী সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম ও জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী।

সেমিনারে সভাপতির বক্তব্যে নূরুন নাহার হেনা বলেন, অভিবাসী নারীরা তাদের বৈদেশিক আয়ের পুরোটাই দেশে পাঠিয়ে দেন। এ বিষয়ে নিয়মিত রেকর্ড রাখা প্রয়োজন। বিদেশি দূতাবাসের কর্মকর্তাদের সপ্তাহে অন্তত একদিন অভিবাসী নারী শ্রমিকদের খোঁজ-খবর নিতে হবে।

নূরুন নাহার হেনা বলেন, বিদেশে আমাদের প্রবাসী নারীরা নানা ধরনের নির্যাতনের শিকার হন। তাদের সে চিত্র উঠে আসে না। তাই এ অভিবাসী নারীদের প্রকৃত চিত্র তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম।

সেমিনারের প্রধান আলোচক সুমাইয়া ইসলাম বলেন, অভিবাসী নারী শ্রমিকদের মর্যাদা নিশ্চিত ও কর্মক্ষেত্রে ঝুঁকি হ্রাস করতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিদেশি দূতাবাস, রিক্রুটিং এজেন্সিকে নারী অভিবাসী শ্রমিকদের ব্যাপারে অধিকতর মানবিক হতে হবে।

অন্যদের মধ্যে জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী বলেন, অভিবাসী নারীদের সুরক্ষিত করতে অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সকল পক্ষকে সচেতন করতে গণমাধ্যমকর্মীরা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত ওই সেমিনারে অন্যদের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক এ কে এম আজিজুল হক, পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ প্রমুখ বক্তব্য দেন।

এছাড়া ইনস্টিটিউটের উপপরিচালক মো. আবুজার গাফ্ফারী সেমিনারের পরিচালক হিসেবে এবং সহকারী পরিচালক তানজিম তামান্না সেমিনারে সমন্বয়কের দায়িত্বে ছিলেন।

/এনইউ/