রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: ব্যারিস্টার রাজ্জাক
ঢাকা জার্নাল- মানবতাবিরোধী অপরাধী মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
তিনি বলেন,‘যুদ্ধের সময় তিনি (কামারুজ্জামান) ১৮/১৯ বছরে তরুণ ছিলেন। অথচ প্রসিকিউশন বলেছে, তিনি সে সময় ময়মনসিংহ এলাকায় আল বদর বাহিনীকে নিয়ন্ত্রণ করতেন। এটা অবিশ্বাস্য।’
বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘মামলায় সাক্ষীরা স্ববিরোধী কথাবার্তা বলেছে। এ ধরনের রায়ের নজির নেই। আমরা আপিল করব।’
আদালতের রায়ে বলা হয়, গণহত্যা, হত্যা ও নির্যাতনের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়েছে। আর দুটি অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মোহাম্মদ কামারুজ্জামান বৃহত্তর ময়মনসিংহে আলবদর বাহিনীকে সংগঠিত করেন বলে যে তথ্যপ্রমাণ প্রসিকিউশন উপস্থাপন করেছে- আসামির আইনজীবীরা তা খণ্ডাতে পারেননি বলেও রায়ে উল্লেখ করা হয়।