রায়হান রাফীর নতুন প্রজেক্টে জাহিদ
ঢাকা জার্নাল ডেস্ক
নব্বই দশকের শুরু থেকেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। একাধিক ‘আইকনিক’ চরিত্রের মাধ্যমে আজও দর্শকদের মনে জায়গা করে আছেন। ছোটপর্দার পর বাংলাদেশের সিনেমা জগতেও সমানভাবে প্রশংসা কুড়িয়েছেন তিনি। অপরদিকে সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী, একের পর এক সুপারহিট মুভি দিয়ে দর্শকদের চাহিদার শীর্ষেই আছে তার নাম। এবার দুইজনের একসঙ্গে কাজ করার কথা জানা গেছে।
সম্প্রতি গণমাধ্যমকে জাহিদ দিয়েছেন নতুন এক তথ্য। গেল বছর রাফীর সুপারহিট সিনেমা ‘সুড়ঙ্গ’-তে একটি চরিত্রের প্রস্তাব পেয়েও কাজ করা হয়নি জাহিদের। এ প্রসঙ্গে নিজেই জানালেন এবার।
‘রায়হান রাফী আমাকে একটি চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলো। কিন্তু কাজটা করা হয়ে ওঠেনি। কিন্তু ওর সঙ্গে কথা বলে মনে হয়েছিল, আমাকে পছন্দ করে। আমাদের দেশের একটা ছেলে যখন ভালো করে, প্রশংসিত হয়, আমাকে প্রস্তাব দেওয়া ওই চরিত্রটা আমার ভালো নাই বা লাগতে পারে, কিন্তু ওর কাজ তো ভালো। এই ভালোটাই আমরা অনেক ক্ষেত্রে বলি না।’
তখন ‘সুড়ঙ্গ’ ছবিটি ফিরিয়ে দিলেও এবার রাফীর নতুন কাজে ঠিকই যুক্ত হয়েছেন এই তারকা অভিনেতা। এছাড়া আরেক মেধাবী নির্মাতা তানিম নূরের সঙ্গেও ওটিটিতে কাজের কথা হয়েছে।
নাটকে এখন আর নিয়মিত নন জাহিদ হাসান। এখনকার নাটকের গল্প খুব একটা পছন্দসই নয়, তাই এমন সিদ্ধান্ত তার। খুব বেছে বেছে দু-একটা কাজ করেন। তবে এখন থেকে ওটিটিতে তাকে নিয়মিত দেখা যাবে বলে জানালেন এই তারকা, ‘এখন তো টিভি নাটক আর করছি না। ওটিটিতে তাই মনোযোগী হচ্ছি।’
অভিনয় জগতের পা রাখার শুরু দিনগুলো স্মরণ করে জাহিদ বেশ আবেগাপ্লুত হন। এই ক্যারিয়ারে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বেশ কঠিন পথ পাড়ি দিয়েছেন এমনটাও বলেন তিনি। নিজেকে এই পর্যায়ে আনার পেছনে তার পরিশ্রম ও অধ্যবসায়ের কথা জানান জাহিদ।
‘অভিনয়ের শুরুতে ধৈর্য না ধরলে পথ পেরোনো সহজ হতো না। অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হওয়ার পরে অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে একটু একটু করে নিজেকে তৈরি করতে হয়েছে। সিরাজগঞ্জ থেকে অভিনয়ের প্রেমে পড়ি। মঞ্চে অভিনয় শিখতে ঢাকায় আসি। ঢাকায় এসে পরিচিত অনেকের সহায়তা পাইনি। খেয়ে না খেয়ে কষ্টে দিন পার করেছি। এমন সময়ও গেছে, ভালো জামাকাপড় পরতে পারিনি। এগুলো আমাকে এগিয়ে চলার প্রেরণা দিয়েছে। অচেনা পথে হেঁটে সফল হয়েছি। জীবনকে নিজের মতো করে সাজিয়েছি।’