রাজশাহীতে দুর্ঘটনায় নিহত ৩ ভোটার
ঢাকা জার্নাল: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে যাওয়ার সময় মহানগরীর খড়খড়ি বাইপাস সড়কের ট্রাক ও হিউম্যান হলারের সংঘর্ষে তিন ভোটার নিহত হয়েছেন।
শনিবার ভোরে কেষ্টপুর বাজরের কাছে এ ঘটনা ঘটে।
এদের মধ্যে ফরিদা ইয়াসমিন (৩৮) স্বামী মৃত সিরাজুল হক নামে একজনের নাম জানা গেছে। তিনি নগরীর দাশপুকুর এলাকার বাসিন্দা। অন্য দু’জনের নামপরিচয় জানা যায়নি।
বোয়ালিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার ভোরে খড়খড়ি বাইপাস সড়কে একটি ট্রাকের সঙ্গে হিউম্যান হলারের সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে ঘটনাস্থলেই হিউম্যান হলারের তিনযাত্রী নিহত হয়। তারা তিনজনই ভোট দেওয়ার জন্য যাচ্ছিলো।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৩
ঢাকা জার্নাল, জুন ১৫, ২০১৩।