রাজশাহীতে জামায়াতের দুই নেতা আটক
ঢাকা জার্নাল: জামায়াতের রাজশাহী মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য রাজপাড়া থানা আমির অধ্যক্ষ মাহবুবুল আহসান এবং নগরীর দুইনম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি অধ্যাপক মুখলেসুর রহমানকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজ থেকে তাদের আটক করা হয় বলে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
তবে নগরীর রাজপাড়া থানা পুলিশ তাদের আটকের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেনি।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আমরা তাদের আটক করিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কোনো সংস্থা তাদের আটক করতে পারে বলে জানান তিনি।
এদিকে, সোমবার এক বিবৃতিতে দলটির রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত আমির প্রফেসর ড. এম আবুল হাশেম ও ভারপ্রাপ্ত সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল জামায়াত নেতা অধ্যক্ষ মাহবুবুল আহসান ও অধ্যাপক মুখলেসুর রহমানকে আটকের তীব্র নিন্দা জানিয়ে মুক্তি দাবি করেন।
ঢাকা জার্নাল, এপ্রিল ২২, ২০১৩