রাজনের ঘাতক কামরুলকে আটকের ভিডিও
ঢাকা জার্নাল: সৌদ আরবে শিশু রাজন হত্যার মূলহোতা কামরুল ইসলামকে আটকের ভিডিওচিত্র ছড়িয়ে পড়েছে ইউটিউবে।
ফুটেজে দেখা যাচ্ছে, জেদ্দার জামেয়া এলাকায় স্থানীয় আরবদের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিরা কামরুলকে দড়ি দিয়ে বাঁধছেন। তারপর তাকে আটকের বর্ণনা দিচ্ছেন।
বাংলানিউজের সৌজন্যে দেখুন ঘাতক কামরুলকে আটকের ভিডিওচিত্র-
ঢাকা জার্নাল, জুলাই ১৪, ২০১৫।