uncategory

‘রাজনীতির প্রচলিত চরিত্র বদলে যাচ্ছে’

0,,16638759_302,00ঢাকা জার্নাল: বাংলাদেশের রাজনীতি পথভ্রষ্ট হয়ে পড়ছে৷ রাজনৈতিক চরিত্র হারিয়ে সন্ত্রাসী চরিত্র পাচ্ছে৷ প্রাধান্য পাচ্ছে চরম পন্থা৷ এমন মন্তব্য করেছেন মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের পরিচালক নূর খান৷

তিনি বলেন, রাজনীতির প্রচলিত চরিত্র বদলে যাচ্ছে৷

রাজনৈতিক কর্মসূচি এবং তা প্রতিহত করার জন্য সহিংসতার আশ্রয় নেয়া হচ্ছে৷ পরিণামে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, পুলিশসহ সবাই৷ এসব বন্ধ না হলে জাতিকে চরম মূল্য দিতে হবে বলে মনে করেন নূর খান৷

গত রোববার থেকে মঙ্গলবার- এই ৩ দিনে পুলিশের ওপর হামলার ৩টি ঘটনাই বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক প্রবণতা ব্যখ্যা করার জন্য যথেষ্ট৷ রোববার রাজশাহীতে শিবিরের ছোড়া বোমায় পুলিশের শিক্ষানবীশ উপ পরিদর্শক মকবুল হোসেনের হাতের কব্জি উড়ে গেছে৷ সোমবার রাজশাহীতেই পুলিশের উপ পরিদর্শক জাহাঙ্গির আলমকে তার আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পিটিয়ে মাথা থেতলে দেয়া হয়েছে৷ আর মঙ্গলবার দিনাজপুরে হরতাল সমর্থকরা থেতলে দিয়েছে পুলিশের আরেক উপ পরিদর্শক আব্দুস সবুরের মাথা৷

গত ২৯শে মার্চ চাপাইনবাবগঞ্জ এবং সিরাজগঞ্জে পুলিশের গুলিতে নিহত হন ৫ জন৷ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালে টাকা-চট্টগ্রাম রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলায় তূর্ণা-নিশীথা ট্রেনের ৬টি বগি লাইনচ্যূত হয়৷ এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন৷ গত কয়েকদিনে বোমা হামলায় চোখ হারিয়েছেন চিকিৎসকসহ ৩ জন৷ আর ২৮শে ফেব্রুয়ারি থেকে ৪ঠা এপ্রিলের সহিংসতায় ৭ পুলিশসহ নিহত হয়েছেন ১৭০ জন৷

রাজনৈতিক কর্মসূচি পালনের নামে সহিংস আচরণ এবং তা সহিংস উপায়ে প্রতিহত কারার প্রবণতাকে রাজনীতির নৈতিক অধঃপতন বলে মনে করেন আইন ও শালিস কেন্দ্রের পরিচালক নূর খান৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি তার রাজনৈতিক চরিত্র হারাচ্ছে৷ ক্রমেই রাজনৈতিক দলগুলোর সন্ত্রাসী চরিত্র প্রবল হচ্ছে৷ তার মতে, বাংলাদেশে রাজনীতিতে সংঘাত-সংঘর্ষ আগেও ছিল, কিন্তু সেখানে রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল৷ কিন্তু এখন রাজনীতি নিয়ন্ত্রন করছে সন্ত্রাস ও সহিংসতা৷ রাজনৈতিক দলগুলোও যারা সন্ত্রাস এবং সহিংতায় দক্ষতা দেখাচ্ছে তাদের ওপর ভর করছে৷

নূর খান বলেন, এমন সহিংস রাজনীতি অতীতে দেখা যায়নি৷ আর এই সহিংসতা দমনে পুলিশকেও ব্যবহার করা হচ্ছে রাজনৈতিকভাবে৷ পেশাদরিত্বের সঙ্গে ব্যবহার করা হলে হয়তো পরিস্থিতি সামাল দেয়া যেতো৷

তিনি মনে করেন এখন দুই রাজনৈতিক জোটের মুখোমুখি অবস্থানে বিরোধী দল পুলিশকে সরকারের পক্ষ ধরে নিয়েছে৷ পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে পুলিশের ওপর৷ ফলে আরো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে৷ পুলিশ যদি এর প্রতিক্রিয়া দেখাতে শুরু করে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন আইন ও শালিস কেন্দ্রের পরিচালক ৷

নূর খান বলেন, রাজনৈতিক দলগুলো যদি এখনই তাদের সামলে না নেয়, সন্ত্রাসের পথ না ছাড়ে, তাহলে এর জন্য সবাইকে চরম মূল্য দিতে হতে পারে৷

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.