রাজধানীতে গণমিছিল চলছে
ঢাকা জার্নাল রিপোর্ট:
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় গণমিছিল শুরু হয়েছে। মিছিলটি শাহবাগ দিয়ে সায়েন্সল্যাবের দিকে যাচ্ছে। আজ শুক্রবার জুমার নামাজের পর কয়েকশ মানুষ জাতীয় মসজিদ এলাকার থেকে মিছিলটি বের করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন একদল তরুণ-যুবক। বেলা ২টা ৪০ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।
জুমার নামাজের পর আজ বেলা ১টা ৫০ মিনিটের দিকে সায়েন্স ল্যাব মোড়ের বায়তুল মা’মুর জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তরুণ-যুবকেরা। আগে থেকেই সেখানে পুলিশ থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি।
সকালে আফতাবনগরে বৃষ্টি উপেক্ষা করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করেছেন। তারা রামপুরা ব্রিজ পার হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার নিজেদের ক্যাম্পাসে ফিরে আসেন।