রমা দাস থেকে সুচিত্রা সেন
দিবাকর সাহা : বাংলাদেশের পাবনায় ১৯৩১ সালে জন্ম নেয় একটি ফুটফুটে মেয়ে। করুণাময় দাশগুপ্ত মেয়ের আগমনী খুশিতে মিষ্টি খাওয়ান পুরো এলাকা জুড়ে। বাবা-মা আদর করে নাম রাখেন রমা। পুরো নাম রমা দাস গুপ্ত। রমনার ছোট বেলা কেটেছে পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনের বাড়িতে। রমনার বাবা ছিলেন ঐ এলাকার প্রাইমারী শিক্ষক। পাবনার মহাখালী পাঠশালায় লেখা পড়া শেষ করে ভর্তি হন পাবনা গার্ল স্কুলে। দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেন সেখানে।
দেশ ভাগ হল, রমাকে তার পরিবারের সাথে পাড়ি জমাতে হয় কলকাতায়। ১৯৪৭ সালে বিয়ের পিড়িতে বসেন দিবানাথ সেনের সঙ্গে। নাম হয়ে যায় রমা সেন গুপ্ত। অতপর চলে আসেন ছবির জগতে। তখনকার নামজাদা নির্মাতা বিমল রায় ছিলেন রমার মামা শ্বশুর। তিনি রমা সেন গুপ্তকে আপন ছাঁচে বানিয়ে তোলেন সুচিত্রা সেন। সুচিত্রা সেনের অভিষেক হয় চলচ্চিত্র জগতের সাথে। সবাই চিনতে থাকে এই মহানায়িকাকে।
অবশেষে বাংলার রমা দাশ গুপ্ত সারা পৃথিবীর বুকে ফিরে আসেন মহানায়িকা সুচিত্রা সেন রূপে।