রবীন্দ্র চরিত্রে নির্মলেন্দু গুণ
ঢাকা জার্নাল: কবি হিসেবেই সবার কাছে পরিচিত তিনি। মাঝে মাঝে অভিনয়ও করেন। বলা হচ্ছে, কবি নির্মলেন্দু গুণের কথা। এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে একটি নাটকে অভিনয় করেছেন তিনি।
রবি ঠাকুরের ছোট গল্প ‘অস্পষ্ট’ নিয়ে নির্মিত হয়েছে নাটকটি । নাটকটিতে দেখা যাবে শ্রাবণ রাতের একজন কবি একটি কবিতা লিখবার চেষ্টা করছে। আর এ কবিতা লিখতে গিয়ে তাকে বিভিন্ন স্মৃতি ঘিরে ধরে। এ নিয়ে নাটকটির কাহিনী এগিয়েছে।
রবীন্দ্র চরিত্রে অভিনয় প্রসঙ্গে নির্মলেন্দু বলেন, “চরিত্রটি আমার তেমন কঠিন মনে হয় নি। কারণ, আমিও একজন কবি। তাই কবি হয়ে কবির চরিত্রে অভিনয় করতে গিয়ে বেশভালোই লেগেছে।”
নির্মলেন্দু গুণ ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর আয়াজ অমি, নোভা, শিরিন বকুল প্রমুখ। সৈয়দ সাবাব আলী আরজুর চিত্রনাট্য ও পরিচালনায় আরটিভিতে প্রচারিত হবে ২৫ শে বৈশাখ রাত ৮ টা ১০ মিনিটে।
ঢাকা জার্নাল, মে ০৭, ২০১৩