রণবীরকে এখনও ভালবাসি আমি: দীপিকা
ইমতিয়াজ আলির ‘তামাশা’কে ঘিরে রণবীর-দীপিকার পুরনো প্রেম ফের শিরোনামে। যদিও এত দিন বি-টাউন এটাকে গসিপ বলেই উড়িয়ে দিচ্ছিল। তবে শেষ পর্যন্ত দীপিকা স্বীকার করে নিলেন রণবীরকে এখনও ভালবাসেন। সম্প্রতি একটি ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে দীপিকা জানিয়েছেন, ‘‘রণবীরকে এখনও ভালবাসি আমি। ওর জন্য আজীবন আমি পজেসিভ থাকব।’’ এমন একটা সময় ছিল যখন রণবীরের ব্যবহারে নাকি কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলেন দীপিকা। কিন্তু সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন রণবীর। তাই কাজ হোক বা আড্ডা— দীপিকার সঙ্গে এখন সব কিছুতেই স্বচ্ছন্দ নায়ক।
কী বলছেন রণবীর?
নায়কের কথায়, ‘‘দীপিকার প্রতি আমার ভালবাসাটা ঠিক পরিবারের মতো। যখন আমাদের সম্পর্ক ভেঙে যায় তখন ও ককটেলে অভিনয় করছে। আমি ওকে বলেছিলাম, ও একদিন ইন্ডাস্ট্রির বড় বাজি হবেই। আজ সেটাই প্রমাণিত।’’
আগামী ২৭ নভেম্বর মুক্তি পাবে তাঁদের ছবি ‘তামাশা’। তার আগে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এত খোলাখুলি আড্ডা সত্যিই কি শুধু ছবির প্রচারের লক্ষে? বলিউডের একাংশের মতে, তা নয়। এতদিনে নিজেদের ব্যক্তিগত অনুভূতিই সকলের সঙ্গে শেয়ার করেছেন রণবীর-দীপিকা।
নিন্দুকদের প্রশ্ন, ক্যাটরিনা শুনছেন তো? যদিও এ নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলোননি ক্যাট সুন্দরী।