যৌবন ধরে রাখবে ডায়াবেটিসের ওষুধ
ঢাকা জার্নাল: টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত মেটফরমিন দীর্ঘদিন সেবনে যৌবন দীর্ঘায়িত হয়। বিশেষ করে মধ্যবয়সে এ ওষুধ সুস্বাস্থ্য ও আয়ু বৃদ্ধিতে বেশ কার্যকর।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং (এনআইএ) এর গবেষণায় এমন ফল পাওয়া গেছে।
বিজ্ঞানীরা মধ্যবয়সী এক পুরুষ ইঁদুরের শরীরে এ ওষুধ প্রয়োগ করে এমন ফল পেয়েছেন।
গবেষণায় দুই ধরনের ডোজের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়েছে। দেখা গেছে, বেশি ডোজের মেটফরমিন ওই ইঁদুরের শরীরে বিষক্রিয়া করে। তবে পরিমিত ডোজ খুব চমকপ্রদ ফল দেয়।
তবে মানুষের বয়স ধরে রাখতে এবং আয়ু বাড়াতে মেটফরমিন কতোটা কার্যকর হবে তা জানতে অধিকতর গবেষণার প্রয়োজন আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
ড. রাফায়েল দে কাবো পরিচালিত ওই গবেষণা প্রতিবেদনটি গত ৩০ জুলাই ন্যাচার কমিউনিকেশনস সাময়িকীতে ছাপা হয়।
উল্লেখ্য, ষাটের দশক থেকে মেটফরমিন টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এ ওষুধ ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায় ফলে চিনিকে ভেঙে দ্রুত শক্তিতে রূপান্তরিত করতে সহায়তা করে ফলে যকৃতে অতিরিক্ত চিনি জমে যেতে পারে না।
এছাড়াও এ ওষুধটি পরিপাকের অন্যান্য সমস্যা এবং হার্টের নানা রোগ নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করা হয়।
ঢাকা জার্নাল, আগস্ট ২১, ২০১৩।