বিনোদন

যারা নগ্ন হয় না তাদের অপছন্দ শ্যারনের

Sharon-Stone-bg20130825045811ঢাকা জার্নাল:হলিউড চলচ্চিত্রে অনেকবারই বেশ খোলামেলা হয়ে অভিনয় করেছেন শ্যারন স্টোন। কে কী ভাবল তা কখনো আমলে নেননি। শ্যারন স্টোনের বয়স এখন ৫৫। তবে নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রতি টান রয়ে গেছে আগের মতোই।

তাই বেশ অসন্তুষ্ট বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের প্রতি যারা নগ্ন দৃশ্যে অভিনয় করতে চান না। শ্যারন জানিয়েছেন ক্যামেরার সামনে নগ্ন হয়ে অভিনয় না করতে চাওয়া স্বাভাবিক নয়।

শ্যারন স্টোনের মতে অনেকেই শুধুমাত্র শয্যায় ঘনিষ্ট হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেন। যৌন দৃশ্যে যারা নিজেকে পুরোপুরি মেলে ধরেন না তারা ঠিক পূর্ণ অভিনেত্রী না।

রেডিও স্টেশন ওয়েনকে তিনি বলেন, ‘এটা হতাশাজনক যে চলচ্চিত্রে কেউ কেউ শরীরের উর্ধ্বাংশ ঢেকে রাখেন। এতে দৃশ্য থেকে নিজেকে আড়ালে রাখলেও দৃশ্য তো আড়াল হয় না।`

ঢাকা জার্নাল:, আগস্ট ২৬, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.