মুখোশ জীবনে তৌকির-বিপাশা
ঢাকা জার্নাল: তৌকির আহমেদ নাটক নির্মাণ নিয়ে ব্যস্ত থাকেন। আর বিপাশা হায়াত নাটক লেখা ও ছবি আকাঁ নিয়ে ব্যস্ত সময় কাটান। ফলে এ তারকা জুটি অভিনয় করার মত সময় বের করতে পারেন না। আর একই নাটকে এই জুটিকে দেখা তো আরো মুশকিল। কিন্তু এবার ঈদের একটি নাটকে এই তারকা জুটিকে এক সঙ্গে দেখা যাবে। নাটকটির নাম ‘মুখোশ জীবন’। নাটকটি নির্মাণ করছেন মাহমুদ দিদার।
নির্মাতা জানান এ নাটকে বিপাশা হায়াত একজন মুখোশ নির্মাতা হিসেবে অভিনয় করবেন। সমাজের ইতিবাচক নানা মুখোশ তৈরি করেন তিনি। আর তৌকির আহমেদ তার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন।
বর্তমানে উত্তরায় নাটকটির শুটিং চলছে। এছাড়া পুরান ঢাকা, শাহবাগসহ ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হবার কথা রয়েছে। এ নাটকে আরো অভিনয় করছেন কেয়া, ইসমাইল হোসেন প্রমূখ। আসছে ঈদে নাটকটি এনটিভিতে প্রচারের কথা রয়েছে।
ঢাকা জার্নাল, জুলাই ৫, ২০১৩।