বিনোদন

মিলনের বউ লাখে একটা!

tanmoy-smঢাকা জার্নাল: বোকা স্বভাবের ছেলে নাহিদ হঠাৎ মিষ্টিকে বিয়ের পর তাকে নায়িকা বানাতে চায়। তার বউ যেন লাখে একটা হয়, এটাই তার মনে ঘুরপাক খেতে থাকে। এজন্য বাসায় রীতিমতো গানের ও নাচের শিক্ষক রাখে সে। এটি ‘আমার বউ লাখে একটা’ নাটকের গল্প।

এতে নাহিদ চরিত্রে আনিসুর রহমান মিলন আর মিষ্টি চরিত্রে অভিনয় করেছেন সানজিদা তন্ময়। লিখেছেন মানস পাল, পরিচালনা করেছেন এমদাদ খান। উত্তরার বিভিন্ন স্থানে এর চিত্রায়ন হয়েছে। শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে এটি।

নাটকটি নিয়ে সানজিদা তন্ময় বলেন, ‘মিলন ভাইয়ের সঙ্গে এবারই প্রথম কাজ করলাম। তিনি বেশ সহযোগিতা করেছেন। হাস্যরসধর্মী গল্পটি দর্শকরা পছন্দ করবে বলে আশা করছি।’

ঢাকা জার্নাল, নভেম্বর ২১, ২০১৪

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.