মাইক্রোবাসে নারী ধর্ষণের চেষ্টা, আটক ২
ঢাকা জার্নাল: মাইক্রোবাসে নারী ধর্ষণের চেষ্টায় জড়িত দু’জনকে আটক করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। আটকৃতরা হলেন, রুবেল ও জাহিদ।
বৃহস্পতিবার (০২ জুলাই) রাত আনুমানিক দশটার দিকে থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে।
ডিএমপি’র উত্তরা জোনের পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি) সোহেল রানা বলেন, রাত আনুমানিক নয়টার দিকে পুলিশের টহল টিম একটি মাইক্রোবাসকে (নম্বর: ঢাকা মেট্রো গ-১৩-২২৮৭) সন্দেহ করে। এরপর মাইক্রোটির গতিরোধ করে দেখতে পায়, দুই যুবক একজন নারীকে অপহরণ করে নিয়ে যাচ্ছেন। মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তারা।
মেয়েটি সিলেটের খালার বাড়ি থেকে গাজীপুরে বাবার বাড়ি যাওয়ার পথে উত্তরা নামলে তাকে জিম্মি করে মাইক্রোবাসে তোলেন ওই দুই যুবক। তার স্বামীর বাড়ি সিরাজগঞ্জ বলে জানান মেয়েটি।
আটককৃত দুই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে (মামলা নম্বর ৩)। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক দুই যুবক বর্তমানে মেয়েটিও পুলিশের হেফাজতে রয়েছে।
ঢাকা জার্নাল, জুলাই ০২, ২০১৫