মনের মানুষ পাইলাম না
ঢাকা জার্নাল: ছয়মাস পর শাকিব খান ও অপু বিশ্বাস জুটিবদ্ধ হলেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মানুষ পাইলাম না’ চলচ্চিত্রে।শাকিব খানের সঙ্গে সম্পর্কের ওঠানামা বিষয়ে অপু বিশ্বাস বলেন, “কর্মক্ষেত্রে কমবেশি সবাই একটা সম্পর্কে আবদ্ধ, শাকিবও ঠিক তেমনি। তিনি আমার ভালো বন্ধু। কিন্তু তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি, আবার ভেঙেছি এসব হচ্ছে নিন্দুকের কথা। আসল বিষয় হচ্ছে আমরা কেউ পেশাদারিত্বের বাইরে নই।
তিনি আরও বলেন, “প্রথমত মানসম্পন্ন গল্প পাচ্ছিলাম না। দ্বিতীয়ত নতুনদের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে দূরে থাকা।”
তিনি বলেন, “চলচ্চিত্রটির চিত্রনাট্য নিয়ে রাজু ভাই আমাকে ধারণা দিয়েছেন শুধু। এক দরিদ্র মেয়ের সঙ্গে ধনী ছেলের প্রেম সম্পর্কিত জটিলতা নিয়ে গল্পটি। মেয়েটির সঙ্গে ছেলেটির দেখা হয় কিন্তু কথা হয় না।”
২৭ জুন এফডিসিতে ‘মনের মানুষ পাইলাম না’র মহরত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চলচ্চিত্রটির প্রধান অভিনেত্রী অপু।
অপু আরও জানিয়েছেন, তিনি শেষ চলচ্চিত্রে অভিনয় করেছেন ডিসেম্বর মাসে। শাকিবের বিপরীতে চলচ্চিত্রটির নাম ‘মাই নেম ইজ খান’, যা প্রদর্শিত হবে ঈদে।