মডেল ইমার রিমান্ড আবেদন নাকচ
ঢাকা জার্নাল: প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় মডেল রেজোয়ান খালিদ ইমাকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ইমাকে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি পুলিশ।
শুনানি শেষে মহানগর হাকিম আশিকুর রহমান ইমাকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
গত শুক্রবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ইমাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আদালত সূত্রে জানা যায়, অভিজাত এলাকায় বসবাস করতেন ইমা। দামি ব্র্যান্ডের গাড়িতে চড়েন তিনি। প্রতি মাসে আরাম-আয়েশের জন্য কয়েক লাখ টাকা ব্যয় হয় তার। সবই তিনি করেন প্রভাবশালীদের সঙ্গে প্রতারণা করে। কখনো ৠাম্প মডেল, কখনো বিনোদন পত্রিকার সম্পাদক হিসেবে নিজের পরিচয় দিতেন। ফাঁদে ফেলে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা।
ঢাকা জার্নাল, জুন ১৩, ২০১৩