মঙ্গল-বুধ হরতাল !
ঢাকা জার্নাল: রোববার যদি বিএনপি নেতাদের মুক্তি না দেওয়া হয় তবে মঙ্গল ও বুধবার হরতাল দেবে বিএনপি। দলটির নীতি নির্ধারণী বৈঠকে এমনি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।
রোববার সন্ধ্যায় অথবা সোমবার সকালে এ নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সূত্রটি।
এদিকে রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদসহ বিএনপির শীর্ষ ১০ নেতার ৭টি মামলায় জামিনের জন্য করা ১৯টি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
গত ৯ এপ্রিল ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এ শীর্ষ নেতাদের জামিনের জন্য এ আবেদনগুলো করা হয়েছিল।
ওইদিন সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. জহুরুল হক আবেদনগুলোর ওপর শুনানির জন্য ২১ এপ্রিল দিন ধার্য করেছিলেন।
এর আগে গত ৭ এপ্রিল বিএনপির এ শীর্ষ নেতারা পৃথক ৭টি মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২ ও ৬ মার্চ ঢাকার নয়াপল্টন, শান্তিনগর, মালিবাগ, বেইলি রোড, ভিকারুন্নিসা স্কুলের রাস্তায় ও শাহজাহানপুরসহ বিভিন্ন এলাকায় ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতাদের নামে মামলাগুলো দায়ের করা হয়।