মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা পিছিয়ে শনিবার
ঢাকা জার্নাল: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের কারণে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১৩ এপ্রিল (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পযর্ন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী তথ্য জানান। তিনি বলেন, “আন্তঃশিক্ষা বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা শনিবার হবে।”
মঙ্গলবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআন মাজিদ এবং কারিগরী বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালে ইংরেজি-১ (একাদশ), ডিপ্লোমা ইন কর্মাস ও এইচএসসি ব্যবসায় বব্যস্থাপনায় বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন (দ্বাদশ) পরীক্ষা হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, পুলিশের করা মামলায় রোববার আত্মসমর্পণের পর বিএনপির শীর্ষ আট নেতাকে কারাগারে পাঠানো হয়। এর প্রতিবাদে মঙ্গল ও বুধবার টানা ৩৬ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি।