ভোট চেয়ে প্রধানমন্ত্রীকে ফোন
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)-এর প্রেসিডেন্ট পদে ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক। প্রধানমন্ত্রীও তাকে এ ফোরামে ভোট দেওয়ার বিষয়ে নিশ্চিত করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রবিবার (১৯ জুলাই) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ভোট চান আল মোবারক। এ সময় তিনি আইইউসিএন-এর প্রেসিডেন্ট পদে বাংলাদেশের সমর্থন কামনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ২০২১ সালের ১৩-১৪ জানুয়ারি ফ্রান্সে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে বাংলাদেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের এই প্রার্থীর পক্ষে সমর্থন ব্যক্ত করেন।