ভোটগ্রহণ শেষ, গণনা চলছে
ঢাকা জার্নাল: দেশের চার সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল আটটায় শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।
খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল থেকে বাংলানিউজের করেসপন্ডেন্টরা জানিয়েছেন, ভোট গ্রহণের নির্ধারিত সময় শেষ হওয়ার প্রাক্কালে যারা লাইনে ছিলেন তাদের ভোট নেওয়া হচ্ছে। তবে নতুন করে কাউকে ভোট কেন্দ্রের কম্পাউন্ডে ঢুকতে দেওয়া হচ্ছে না।
তবে যেসব কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সেগুলোর কোনটাতে এরই মধ্যে গণনা শুরু হয়েছে, আবার কোনটাতে চলছে গণনা শুরু তোড়জোড়।
খুলনা থেকে স্পেশাল করেসপন্ডেন্ট শামীম খান ও স্টাফ করেসপন্ডেন্ট মাহবুবুর রহমান মুন্না, রাজশাহী থেকে সিনিয়র করেসপন্ডেন্ট রহমান মাসুদ এবং স্টাফ করেসপন্ডেন্ট ইসমাইল হোসেন ও শরীফ সুমন, সিলেট থেকে স্টাফ করেসপন্ডেন্ট মাজেদুল নয়ন, সাব্বির আহম ও আব্দুল্লাহ আল নোমান এবং বরিশাল থেকে স্টাফ করেসপন্ডেন্ট সেরাজুল ইসলাম সিরাজ ও সাজেদা সুইটি সার্বক্ষণিক নির্বাচনের আপডেট খবর পাঠাচ্ছেন।
ঢাকা জার্নাল, জুন ১৫, ২০১৩