ভিরাট আমার বাহুলগ্ন সুপুরুষ
নিজেদের প্রেমের ব্যাপারে মুখ খুলেছেন আগেই। এখন প্রেমিক ভিরাট কোহলির প্রশংসা করতেও কার্পণ্য করেন না অভিনেত্রী আনুশকা শর্মা।
পরপর চারটি সিনেমার কাজ (পিকে, এনএইচটেন, বোম্বে ভেলভেট এবং দিল ধাড়াকনে দো) শেষে প্রেমিক ভিরাট কোহলিকে নিয়ে লন্ডনে ছুটি কাটিয়ে ফিরেছেন ২৭ বছর বয়সী আনুশকা। জানালেন, ছুটির সময়টুকু খুব ভালো কেটেছে দুজনের।
সম্প্রতি এক অনুষ্ঠানে হাতে হাত ধরে ক্যামেরাবন্দী হন ভিরাট-আনুশকা। এনডিটিভির তরফ থেকে তার ‘সুদর্শন সঙ্গী’র সম্পর্কে জানতে চাইলে তিনি উত্তর দেন, “ভিরাট বাহুলগ্ন সুপুরুষ, যিনি আমার শোভা বাড়িয়েছেন”
ক্রিকেটার প্রেমিকের সঙ্গে আনুশকার মনের মিল চোখে পড়েছিল তাদের পোশাকেও।
এ ব্যাপারে আনুশকার ভাষ্য, “আমি বরাবরই কালো, সাদা কিংবা ধূসর রঙের পোশাক পড়তে পছন্দ করি। পোশাকের ক্ষেত্রে ভিরাটের পছন্দও এমন, তাই আমাদের রুচি মিলে যায়।”
ছুটি শেষে ফিরে এবার কারান জোহারের নতুন সিনেমা ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’-এর কাজ শুরু করবেন আনুশকা। তিনি বলেন, “ছুটি কাটিয়ে ফেরার পর আমার এখন খুব ভালো লাগছে। পরপর চারটি সিনেমার শুটিং আমার উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছিল।”
‘ইয়ে দিল হ্যায় মুশকিল’এ আনুশকা প্রথমবারের মত অভিনয় করবেন ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে।