ভারতে সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ, নারীসহ নিহত ৯
ভারতের মহারাষ্ট্রের নাগপুরে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নারীসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় রবিবার এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে খবরটি নিশ্চিত করেছে।
রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় স্থানীয় বাজারগাঁও এলাকায় অবস্থিত সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার একটি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সামরিক বিস্ফোরক এবং সেই সাথে ভারতের প্রতিরক্ষা খাতের জন্য রকেট প্রোপেল্যান্ট ও ওয়ারহেডও তৈরি করা হয় এই কারখানায়। নিহতদের মধ্যে সবাই ওই কারখানার কর্মী যাদের মধ্যে তিনজন নারী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা বলছে, আহতদের উদ্ধারের পর দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তারা বলেন, কারখানাটির গাড়ি পার্কিং এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিস্ফোরণের বিষয়ে সোলার ইন্ডিাস্ট্রিজের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সেই সঙ্গে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়াও জানা যায়নি।