ভারতে মাওবাদী আক্রমণে ২০ পুলিশ নিহত
ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্রিশগড়ে দেশটির “কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স” সিআরপি’র উপর মাওবাদীদের হামলায় কমপক্ষে ২০ পুলিশ সদস্য নিহত হয়েছে। ভারতের গণমাধ্যম জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় করা এই হামলায় আরো কয়েকজন আহত হয়েছে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মাওবাদীরা ছত্তিশগড়ের সুকমা জেলার তঙ্গপালে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ‘র একটি ট্রাক বহরে চোরাগোপ্তা হামলা চালায়। এর পর নিরাপত্তাবাহিনীর সাথে প্রায় তিনঘণ্টা বন্দুক যুদ্ধ চলে মাওবাদীদের।
মাওবাদীরা প্রথমে স্থল মাইনের বিস্ফোরণ ঘটায়। এর পর তারা পুলিশের উপর গুলিবর্ষণ শুরু করে। এতে হতাহতের ঘটনা ঘটে। গুলিবর্ষণ শেষে পুলিশের অস্ত্রশস্ত্র লুট করে বিদ্রোহীরা।
সেখানে নিরাপত্তাবাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে বলে নিরাপত্তাবাহিনীর বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে।