ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথে তথ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ঢাকা জার্নাল: সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে হোটেল কক্ষে সৌজন্য সাক্ষাত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়কালে তথ্যমন্ত্রী তার লেখা কয়েকটি বই এবং ফুল দেন।
তথ্যমন্ত্রী ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানিবন্টন চুক্তি,শান্তিপূর্ণ সীমান্ত রক্ষা, বহুপাক্ষিক ট্রানজিট ব্যবস্থা নিয়ে রাষ্ট্র্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে আলোচনা করেন। ইতিবাচক মনোভাবের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
সাক্ষাতকালে তথ্যমন্ত্রী দক্ষিণ এশিয়াকে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে আরেক ধাপ এগিয়ে নিতে আহবান জানান। রাজনৈতিক অঙ্গনসহ সকল ক্ষেত্রে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী চক্রকে বর্জনের ঐক্যমত্যেরও আহবান জানান।
মার্চ ৪, ২০১৩।