ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ মাসে সর্বনিম্ন
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ৪ মাসে সর্বনিম্ন অবস্থানে। কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সপ্তাহ শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮৬০ মিলিয়ন মার্কিন ডলার কমে দাঁড়িয়েছে ৫৯৩ দশমিক ০৩৭ বিলিয়ন ডলারে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে জানা গেছে, টানা দ্বিতীয় সপ্তাহের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে। যেখানে গত ৮ সেপ্টেম্বর ৪ দশমিক ৯৯ ডলার কমে ৫৯৩ দশমিক ৯০ বিলিয়ন ডলার ছিল। ফলে টানা দুই সপ্তাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৫৯৩ দশমিক ০৩৭ বিলিয়ন ডলারে দাঁড়ালো।
গত বছর থেকে ভারতীয় রুপির পতন ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নেয় আরবিআই। গৃহীত বিপরীত ঘটছে। ক্রমাগত বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতনকে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত পদক্ষেপগুলোকে দায়ী করছেন অনেকে।