ব্যবস্থা নিতে হবে, জামদানী শাড়ী বলে কথা
জামদানি উৎপাদনে সহায়তার ব্যবস্থা নিতে অর্থমন্ত্রীকে আহ্ববান জানালেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আর খুনসুটি করে জামদানী শাড়ী উপঢৌকন চাইলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
বুধবার জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নে জামদানি শাড়ী উৎপাদনের কথা তুলে ধরেন নারায়নগঞ্জের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। তিনি অর্থমন্ত্রীকে জামদানী শাড়ীর উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চান। তবে অর্থমন্ত্রী বিষয়টি গুরুত্ব না দিয়ে বলেন, এই মুহূর্তে তেমন কোনো পদেক্ষেপ নেই। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অর্থমন্ত্রী বলেন, মাননীয় অর্থমন্ত্রী ব্যবস্থা নিতে হবে, জামদানী শাড়ী বলে কথা।
অপর এক সম্পূরক প্রশ্নে জামদানী শাড়ী উপঢৌকন চান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।নারায়ণগঞ্জের অপর এক সংসদ সদস্য নজরুল ইসলাম নিজ এলাকা উন্নয়নের বিষয় জানতে চান আব্দুল লতিফের কাছে। মন্ত্রী আব্দুল লতিফ খুনসুটি করে ওই সংসদ সদস্যকে বলেন, আপনার দাবি মেনে নেবো যদি জামদানী শাড়ী উপঢৌকন দেন।
ফরিদপুরের এক সংসদ সদস্য জামদানী শাড়ী উৎপাদনে সহায়তার জন্য অর্থমন্ত্রীর কাছে ব্যাংক ঋণেরও অনুরোধ জানান সংসদে।