বোরো ধান কাটায় সহায়তা করতে শিক্ষক-শিক্ষার্থীদের অনুরোধ মাউশির
করোনাভাইরাসের এ সংকটের সময় স্বাস্থ্যবিধি মেনে বোরো ধান কাটায় সহায়তা করতে শিক্ষক ও শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। দেশের সব স্কুল-কলেজের প্রধান, মাউশির আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম মো. ফারুকের মঙ্গলবার (২১ এপ্রিল) সই করা আদেশটি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদফতর দেশের অন্য এলাকা থেকে হাওর এলাকায় ধান কাটতে যাওয়া শ্রমিকদের থাকার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে ওই সব এলাকার মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল।
মাউশির নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের বিরূপ প্রভাব বিবেচনায় প্রধানমন্ত্রী আগামী ৩ বছরের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। একইসঙ্গে জরুরি ভিত্তিতে প্রায় ৫ কোটি মানুষের খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছেন। সরকারের সঠিক সিদ্ধান্ত ও অনুকূল আবহাওয়ার কারণে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এ ফসল যেন সঠিক সময়ে কৃষকের ঘরে ওঠে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি অন্যদের মতো শিক্ষক-শিক্ষার্থীদের কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
মাউশির নির্দেশনায় আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে যেসব অঞ্চলে বোরো ধান আহরণের ক্ষেত্রে কৃষকদের সহায়তা করা প্রয়োজন, সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার অনুরোধ করা হলো। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে তারা (প্রতিষ্ঠান প্রধান) অন্যান্য শিক্ষক এবং দায়িত্ববোধসম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত (স্কাউটস, রোভার স্কাউটস ইত্যাদি) শিক্ষার্থীকে নিয়ে তাদের প্রতিষ্ঠান–সংলগ্ন এলাকার কৃষকদের সহায়তায় এগিয়ে যাবেন। প্রয়োজনে কৃষকদের প্রতিষ্ঠানের প্রাঙ্গণ ব্যবহারের সুযোগ দেবেন।