বোরখার আড়ালে এ কোন নায়িকা ?
বোরখা পরে বসে আছেন তিনি কে? তাকে কি চেনা যায়! বোরখার আড়ালে মুখ ঢাকা এ জনপ্রিয় নায়িকার নাম কী?
আর ধাঁধা নয়, বলেই দিই। বোরখা পরা এই মেয়েটির নাম হ্যাপী নাজনীন আক্তার। আলোচিত এ নায়িকা চলচ্চিত্রকে বিদায় দিয়ে মনোনিবেশ করেছেন ধর্মকর্মে।
সম্প্রতি যুক্ত হয়েছেন তাবলীগের সঙ্গেও। স্বাভাবিকভাবেই ধর্মীয় রীতি মেনেই তো চলবেন তিনি, চলছেনও তাই। তবে আগের সেই সেলফি-প্রীতি ছবি আপ করার নেশাটা রয়েই গেছে। তাই তো বোরখা পরেই নিজের ছবি আপ দিলেন ফেসবুকে। আর হ্যাঁ, তিনি কিন্তু তার হ্যাপী নামটাও পরিবর্তন করে ফেলেছেন। এখন তার নাম আমাতুল্লাহ।
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবি দিয়ে বড় পর্দায় নাম লেখানো এ নায়িকা ক্রিকেটার রুবেল-এর সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে বিতর্কিত হয়ে ওঠেন। মামলা-মোকাদ্দমা শেষ করে ফিরে গিয়েছেন নিজ ঘরে। আপাতত ধর্মকর্মেই নিজেকে মশগুল রেখেছেন।
এদিকে মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে এ নায়িকার আরেকটি ছবি। ‘রিয়েলম্যান’ নামের এই ছবিটি পরিচালনা করেছেন বদরুল আমিন।